ইসলামিক জীবন


     
(বিগ ব্যাং থিউরি)- প্রথমে বিশ্বজগত ছিল একটা বিন্দু।
পরবর্তীতে সব উপাদানগুলো আলাদা হয়ে যায়।
এটাই বিগ ব্যাং এখান থেকে সৃষ্টি হয়েছে
 গ্যালাক্সি, নক্ষত্র, সূর্য বিভিন্ন গ্রহ। আর
সৃষ্টি হয়েছে পৃথিবী। এইতো আমরা তা জেনেছি
 ৪০, ৫০ বছর আগে।*আর পবিত্র কুরআনে ১৪০০ বছর
 আগে বলেছেন সর্বশক্তিমান স্রষ্টাঃ- অবিশ্বাসীরা কি
 ভেবে দেখে না যে আকাশমণ্ডলী ও পৃথিবী এক সাথে
 মিশেছিল তারপর আমি তা পৃথক করে দিলাম।
 (আল-কুরআন, সূরা-আম্বিয়া, আয়াত-৩০)






রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াল্লাম বলেছেন,
« لا تصلوا إلى القبور ولا تجلسوا عليها » (رواه مسلم)
“কবরের দিকে মুখ করে নামাজ পড়বে না এবং
 কবরের উপর বসবে না”। (মুসলিম ২১২২)
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলইহি ওয়াসাল্লম আরো বলেছেন,
«لعن الله اليهود والنصارى اتخذوا قبور أنبيائهم مساجد» (رواه البخاري)“আল্লাহ ইয়াহূদী ও নাসারাদের উপর লানত
 করেছেন, কারণ তারা তাদের নবীদের কবরসমূহকে 
মসজিদে  পরিণত করেছে”।      (মুসলিম ১০৭৯)

0 comments:

Post a Comment