This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Friday, August 14, 2015

ইসলামিক জীবন

       
(বিগ ব্যাং থিউরি)- প্রথমে বিশ্বজগত ছিল একটা বিন্দু।
পরবর্তীতে সব উপাদানগুলো আলাদা হয়ে যায়।
এটাই বিগ ব্যাং এখান থেকে সৃষ্টি হয়েছে
 গ্যালাক্সি, নক্ষত্র, সূর্য বিভিন্ন গ্রহ। আর
সৃষ্টি হয়েছে পৃথিবী। এইতো আমরা তা জেনেছি
 ৪০, ৫০ বছর আগে।*আর পবিত্র কুরআনে ১৪০০ বছর
 আগে বলেছেন সর্বশক্তিমান স্রষ্টাঃ- অবিশ্বাসীরা কি
 ভেবে দেখে না যে আকাশমণ্ডলী ও পৃথিবী এক সাথে
 মিশেছিল তারপর আমি তা পৃথক করে দিলাম।
 (আল-কুরআন, সূরা-আম্বিয়া, আয়াত-৩০)






রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াল্লাম বলেছেন,
« لا تصلوا إلى القبور ولا تجلسوا عليها » (رواه مسلم)
“কবরের দিকে মুখ করে নামাজ পড়বে না এবং
 কবরের উপর বসবে না”। (মুসলিম ২১২২)
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলইহি ওয়াসাল্লম আরো বলেছেন,
«لعن الله اليهود والنصارى اتخذوا قبور أنبيائهم مساجد» (رواه البخاري)“আল্লাহ ইয়াহূদী ও নাসারাদের উপর লানত
 করেছেন, কারণ তারা তাদের নবীদের কবরসমূহকে 
মসজিদে  পরিণত করেছে”।      (মুসলিম ১০৭৯)

কাজী নজরুল ইসলাম

              
nazrulislam

কাজী নজরুল ইসলাম ১৮৯৯ সালের ২৪শে মে (১১ই
 জ্যৈষ্ঠ ১৩০৬ বঙ্গাব্দ)এক দরিদ্র মুসলিম পরিবারে
 জন্মগ্রহণ করেন। তাঁর প্রাথমিক শিক্ষা ছিল ধর্মীয়। 
 স্থানীয় এক মসজিদে মুয়াজ্জিন হিসেবে কাজও করেছিলেন।
 কৈশোরে বিভিন্ন থিয়েটার দলের সাথে কাজ করতে
 গিয়ে তিনি কবিতা, নাটকএবং সাহিত্য সম্বন্ধে সম্যক জ্ঞান
 লাভ করেন। পরবর্তীতে তিনি বিংশ শতাব্দীর
 অন্যতম জনপ্রিয় বাঙালি কবি, সঙ্গীতজ্ঞ,
 সংগীতস্রষ্টা, দার্শনিক পরিচিতি লাভ করেন।
 তিনি বাংলা ভাষার অন্যতম সাহিত্যিক,
 দেশপ্রেমী এবং বাংলাদেশের জাতীয় কবি।
 তাঁর কবিতায় বিদ্রোহী দৃষ্টিভঙ্গির কারণে
 তাঁকে বিদ্রোহী কবি নামে আখ্যায়িত করা হয়েছে।
 তাঁর কবিতার মূল বিষয়বস্তু ছিল মানুষের ওপর
 মানুষের অত্যাচার এবং সামাজিক
 অনাচার ও শোষণের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ। 
মধ্যবয়সে তিনি পিক্‌স ডিজিজে আক্রান্ত হন।
 এর ফলে আমৃত্যু তাকে সাহিত্যকর্ম থেকে বিচ্ছিন্ন 
থাকতে হয়। একই সাথে মানসিক ভারসাম্য
 হারিয়ে ফেলেন। বাংলাদেশ সরকারের আমন্ত্রণে ১৯৭২
 সালে তিনি সপরিবারে ঢাকা আসেন। 
এসময় তাকে বাংলাদেশের জাতীয়তা প্রদান
 করা হয়। ১৯৭৬ সালের ২৯শে অগাস্ট (১২ই ভাদ্র
 ১৩৮৩ বঙ্গাব্দ) এখানেই তিনি মৃত্যুবরণ করেন।



















































































Thursday, August 13, 2015

বিনোদন





 ঢাকা: রেকর্ড ভেঙেই নতুন রেকর্ড গড়তে হয়। আর পরিবর্তনশীল এই পৃথিবীতে রেকর্ড ভাঙার গল্প হরহামেশাই শোনা যায়। তবে টিকিট সংগ্রহকে কেন্দ্র করে এবার রেকর্ড ভাঙার নতুন গল্প সাজালেন মহেশ বাবু নামে এক ভারতীয় বিনোদনপ্রেমী।

সম্প্রতি সব রেকর্ড ভেঙে ফেলা ছবি বাহুবলী অনেক কারণে রেকর্ডের বইয়ে স্থান পেয়েছে। তার মধ্যে একটি ছিল, সিনেমার একটি টিকিট ১০ হাজার টাকায় কিনে এক ব্যক্তি একটি রেকর্ড গড়েছিলেন। সেই রেকর্ড একেবারে হেলায় ভেঙে ফেললেন মহেশ বাবু নামে এক প্রবাসী ভক্ত। শীঘ্রই মুক্তি পেতে চলা সিনেমা 'শ্রিমানতুডু'র আগাম ১০টি টিকিট কিনতে খরচ করলেন প্রায় সাড়ে ৯ লক্ষ টাকা।












ভারতের অনেক হলেই এই ছবির প্রিমিয়াম শো’র টিকিটের দাম ১ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত উঠছে। আমেরিকায়ও সিনেমাটির আগাম টিকিটের দাম অস্বাভাবিক হারে বাড়ানো হয়েছে বলে জানা যাচ্ছে। এমন অবস্থায় মহেশ বাবু যাকে বলে 'ডাই হার্ড ফ্যান' ১০টি টিকিট কেনার জন্য উঠে-পড়ে লাগেন।

কিন্তু কিছুতেই ১০টি টিকিট এক সঙ্গে পাচ্ছিলেন না। শেষ পর্যন্ত তিনি বড়সড় একটি দর হাঁকেন। ১৫ হাজার মার্কিন ডলারে রফা হয়। ভারতীয় মুদ্রায় যার দাম দাঁড়ায় ৯.৫৮ লক্ষ রুপি। সত্যিই, লার্জার দ্যান লাইফ হিরোদের বড় ফ্যানের অভাব নেই জগতে। 

ব্রেকিংনিউজ/এমআর